শিরোনাম
প্রিপেইড মিটারের বাড়তি টোকেন
বিস্তারিত
সম্মানিত গ্রাহক বিদ্যুৎ-এর দাম বৃদ্ধি পাওয়ার কারণে প্রি-পেইড মিটার গ্রাহকদের টাকা রিচার্জের পর বাড়তি লাইন আসবে যা ২০২০ সালেও এসেছিলো।
কিভাবে রিচার্জ করবেন বাড়তি লাইনগুলো?
১) প্রতি ২০ টি নম্বর একটি লাইন হিসেবে বিবেচিত হয়।
যেমনঃ
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০-১ম লাইন
০০০০-০০০০-০০০০-০০০০-০০০০- ২য় লাইন
এইভাবে প্রতিটি লাইন মিটারে ইনপুট দিবেন।
২) আবাসিক গ্রহাকগণ টোকেন পাবেন
-1 to 11 অথবা -1 to 9 মধ্যে।
বানিজ্যিক গ্রাহকগণ পবেন
-1 to 5 অথবা 0-5 এর মধ্যে
৩ )প্রতিটি লাইন সিকুয়েন্স নামে পরিচিত
৪) প্রতি লাইন মানে সম্পুর্ণ ২০ টি নম্বর মিটারে তোলে ইয়েস বাটন চাপ দিবেন।
যেমন- ০০০০-০০০০-০০০০-০০০০-০০০০
মিটারে উঠানোর পর মিটারের ইয়েস বাটন( কিছু মিটারের ক্ষেত্রে লাল আবার কিছু মিটারের ক্ষেত্রে সবুজ বাটন) চাপ দিবেন।
৫) এইভাবে প্রতিটি লাইন দিয়ে সম্পুর্ণ টোকেন
মিটারে ইনপুট দিতে হবে।
সম্মানিত গ্রাহক নতুন নিয়মে বুঝতে সমস্যা হলে আমাদেরকে ম্যাসেস করবেন।